Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নবীনগরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. শওকত আলী ডিসেম্বর ৬, ২০২৩, ০৯:১৯ পিএম নবীনগরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর বগাহানী গ্রামে মালেক রাবেয়া স্কলার চাইল্ড একাডেমি আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক বিনয় ভট্রাচার্য্য, সহকারী শিক্ষক মীর আলী আহমেদ মনির, ডাক্তার আলমগীর হোসেন, ডাক্তার মহিউদ্দিন প্রমুখ।
মালেক রাবেয়া স্কলার চাইল্ড একাডেমির প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, কোমলমতি  শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহী করতেই প্রথমবারের মত এ বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। আগামীতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Side banner