Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া জেলার এসএসসি ব্যতিক্রম ৯১ ব্যাচের ঈদ পূর্ণমিলনী


দৈনিক পরিবার | আলমগীর হোসেন এপ্রিল ২৫, ২০২৫, ১১:১০ পিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার এসএসসি ব্যতিক্রম ৯১ ব্যাচের ঈদ পূর্ণমিলনী

ব্রাহ্মণবাড়িয়া জেলার এসএসসি ব্যতিক্রম ৯১ ব্যাচের ঈদ পূর্ণমিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানী ঢাকার বিজয়নগর হোটেল ৭১ এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকো ডেপুটি ম্যানেজার মো. হাফিজ মিয়া। সঞ্চালনা করেন টেক্সটিমি বাইয়িং হাউসের সিইও মো. জাকির হোসেন। জেলার প্রায় ৫০ জন বন্ধু বান্ধব এতে উপস্থিত ছিলেন। 
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা থেকে ১৯৯১ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের বন্ধুত্ব আরো জোরদার করার জন্যই আয়োজন। ব্যতিক্রম ব্যাচ ৯১ লিখার কারণ হলো বাংলাদেশে একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাই এ সংগঠনটি সংগঠিত হয়েছে। তাছাড়া ব্যতিক্রম শব্দটি লেখার আরেকটি কারণ হলো একমাত্র কুমিল্লা বোর্ডে এক বছরে তিনবার এসএসসি পরীক্ষা হয়েছে, এদিক থেকেও আমরা ব্যতিক্রম। কারণ ১৯৯১ সালে আমরা প্রথম ২টি পরীক্ষা দেওয়ার পর বাতিল করা হয়। দ্বিতীয়বার ৭টি পরীক্ষা দেওয়ার পর ২৯ এপ্রিল ১৯৯১ প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে দক্ষিণ অঞ্চলে সব পানিতে ভাসিয়ে নিয়ে যায় যার কারণে সর্বশেষ জুন জুলাইয়ে তৃতীয় বার পরীক্ষা হয়। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের ভিপি মো. গিয়াস উদ্দিন, সমাজসেবক নাহিদ সুলতানা, স্যাপ বাংলাদেশের উপ-পরিচালক মো. নুরে আলম, ইন্টেরিয়র ডিজাইনার এ এম রিপন, নায়েব মো. গিয়াসউদ্দিন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. নুরে আলম সিদ্দিকী, রয়েল এইও হাসপাতালের পরিচালক মো. মোবারক হোসেন, বেসরকারি চাকুরীজীবি মোবারক হোসেন, আয়কর আইনজীবী মো. ছাইফুর রহমান, ডিস্ট্রিক্ট টিমলিডার কমিনিউটি মোবিলাইজেশনের মো. আতিকুর রহমান, ব্যবসাী ছাইদুল ইসলাম, আল ফাতাহ পলি লিঃ এর মো. জি আর শিপন, পিকেএসএফ মো. আলীম খান চৌধুরী, মর্ডান ওয়ার্ড এগ্রো ফুট এন্ড বেভারেজ এর প্রতিষ্ঠা এ কে এম আলীম সরকার, শিক্ষক ইয়াসমিন ভুইয়া বিনা, টেকনো ড্রাগের এরিয়া ম্যানেজার সারোয়ার আহম্মেদ, এরাটেক্স এর সিনিয়র ম্যানেজার মো. কামরুল হাসান, ব্যবসায়ী রঞ্জন কুমার সাহা, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন খন্দকার, ইউনাইটেট গ্রুপের ডিপুটি ম্যানেজার শামীম আহমেদ, মো. মাসুম মোস্তফা, দামান প্রমুখ। 
অনুষ্ঠান শেষে রাতের ডিনার করা হয় হোটেল ৭১ এর বুফে।

Side banner