সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫টি কেন্দ্রে ৩ হাজার ১জন এবং দাখিলে ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬১৫ জন।
এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৬৬৭ জন, সাদুল্যাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৭৭জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮৫ জন ও ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৯জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ১০ই এপ্রিল বৃহস্পতিবার প্রথম দিনে গাইবান্ধার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
পরিদর্শন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে কেন্দ্র সচিব সুশান্ত কুমার দেব বলেন এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী নিয়মিত অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ৫৪২ জন তার মধ্যে বাংলা প্রথম পরীক্ষায় পরীক্ষার্থী নিয়মিত অনিয়মিত মিলে ৪৭৬ জন। ১০ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষাতে উপস্থিত হয়েছে ৪৭৩ জন অনুপস্থিত ছিল ৩ জন শিক্ষার্থী। ১০ই এপ্রিল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা। জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ নেসারুল হক। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান,পরিদর্শনে এসেছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । এছাড়াও কেন্দ্রের ট্যাগ অফিসার হিসাবে দায়িত্বে আছেন গাইবান্ধা বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী।ট্যাগ অফিসার হিসাবে আরও দায়িত্বে আছেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন শাহ। এছাড়াও মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব আছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বপ্না রানী ভৌমিক।এছারাও পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, প্রতিটি রুমের সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষার্থীদের রুমের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :