কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। গত ৭ এপ্রিল ২০২৫ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। আজ ১০ এপ্রিল পর্যন্ত আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের ৮ দফা দাবি পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে সারাদেশের ১৮টি সরকারি এবং বেসরকারি এটিআই-এর কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা একই দাবিতে কর্মসূচি পালন করছে।
এই বিষয়ে বাঞ্ছারামপুর এটিআইয়ের ৩য় পর্বের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি না, এটি আমাদের মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল। সরকার যদি আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না করে, তাহলে আমরা বাধ্য হয়ে আরও কঠোর আন্দোলনের পথে যাব।
আপনার মতামত লিখুন :