Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

হোমনায় আট দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


দৈনিক পরিবার | মো. তপন সরকার, হোমনা এপ্রিল ১০, ২০২৫, ০২:১৩ পিএম হোমনায় আট দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লার হোমনায় আট দফা দাবিতে শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিজেদের প্রতিষ্ঠানে এই অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে হোমনা- গৌরীপুর সড়কে অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৮ দফা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে নানানভাবে বৈষম্য করা হচ্ছে। এসব বৈষম্য দূরের দাবিতে সারাদেশের সঙ্গে আমরাও ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা ভবিষ্যৎ ও শিক্ষা জীবন অন্ধকারে ঠেলে দিতে পারি না। কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অনুযায়ী আমরা আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর