Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
এসএসসি পরীক্ষার্থীদের

ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান 


দৈনিক পরিবার | মো. আব্দুর রহিম এপ্রিল ৬, ২০২৫, ০৪:৩৫ পিএম ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান 

জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী শতবর্ষের প্রাচীনতম বিদ্যালয় ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
রবিবার (৬ এপ্রিল) বিদ্যালয়ে অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সভাপতি মো. তৌহিদুর রহমান। এসময় সভাপতিত্ব করেন ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। 
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুন্নাহার শেলী, নাজমুন নাহার, মো. আব্দুর রহিম, আমজাদ হোসেন, হেলাল উদ্দিন, মিজান চৌধুরী, সামছুল আলম, আলামিন, নূর মোহাম্মদ, রাবেয়া খাতুন, সার্বিয়া খাতুন, আলি আকবর। 
পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভালো ফলাফলের জন্য দোয়া করা হয়। 

Side banner