বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগ শিক্ষার্থীই পরিবার থেকে দূরে থাকেন। ফলে চাইলেও তাঁরা পরিবারের সঙ্গে সাহ্রি কিংবা ইফতার করতে পারেন না। এই শূন্যতা কিছুটা দূর করতে শিক্ষার্থীদের নিয়ে একসাথে ইফতারের আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১২ মার্চ) একাদশ রমজানে জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ ইফতার মাহফিলে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন রুনু, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ, মশিউর রহমান রোজেন, রোমান রাশিদুল, চঞ্চল, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মুরাদ, মো. রুবেল সহ শাখা ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী এবং প্রায় ৫ শতাধিক আবাসিক শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, সূর্য ডোবার পর মাগরিবের আল্লাহু আকবার আজানের ধ্বনির সঙ্গে ভ্রাতৃত্বের আবহে পরিণত হয় হল প্রাঙ্গন। একসঙ্গে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও দলের নেতাকর্মীরা ইফতার করেন। বাদ পরেনি সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়রা। তাদের মাঝেও পৌঁছে দেওয়া হয় ইফতার।
জাবিতে অনুষ্ঠিত হওয়া ইফতার এখন শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। তাইতো এই আয়োজনে অংশ নিয়েছিলো অমুসলিম শিক্ষার্থীরাও। রমজানের এই ইফতার পরিণত হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে সৌহার্দ্য আর সহাবস্থানের অনন্য প্রতীক হয়ে। একসঙ্গে ইফতার তাঁদের উৎফুল্ল করে তোলে। পবিত্র মাহে রমজানের একাদশ দিনে ছাত্রদলের আয়োজিত এই ইফতারিতে দেখা গেছে এমন ভ্রাতৃত্ব-সম্প্রীতির মেলবন্ধন।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিটি হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ইফতার মাহফিল আয়োজন করছে। ইতিমধ্যে ৭ টি হলে আমরা সুষ্ঠভাবে ইফতার মাহফিল আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি। সকলের অংশগ্রহণে হলটির ইফতার অনুষ্ঠান সফল হয়েছে।
শাখা ছাত্রদলের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, এই ধরনের কার্যক্রম ছাত্র সমাজের মধ্যে সহমর্মিতা ও একতা গড়তে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচী অব্যাহত রাখার আহ্বান জানাই জাবি ছাত্রদলকে।
আপনার মতামত লিখুন :