Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি মার্চ ৬, ২০২৫, ০৯:৫৯ পিএম ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা আকবার আলী ও বাবর আলী খান (শিক্ষক) মেধাবৃত্তি ২০২৪ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে 'অভিযান হাতের লেখা' প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, কাজী ইদ্রিস আলী, নায়েব সালমা খাতুন, বৃত্তিপ্রাপ্ত (প্রথম স্থান) ইরতিজা কবির ও দ্বিতীয় স্থান অংকিতা পাল।
পরে ৫২জন প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Side banner