যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতি কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অবসরজনিত বিদায়ী এম কামরুজ্জামান জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, মিসেস হোসনে আরা কামরুজ্জামান, আলিমুনেছা গার্লসস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহানারা খাতুন, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, গাজিরদরগা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, হাসানুল বান্না, শফিউল্লাহ, আব্দুস সবুর, সেলিম রেজা, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এমসিডির প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রুনা লায়লা, মমতাজ বেগম, মনিরুল ইসলাম, নাসির উদ্দীন।
আপনার মতামত লিখুন :