Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১
সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর

ইউট্যাব রাবি শাখার কমিটি গঠন


দৈনিক পরিবার | মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি মার্চ ৬, ২০২৫, ০৮:৫৭ পিএম ইউট্যাব রাবি শাখার কমিটি গঠন

ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফোকলোর বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন (বাবু)।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনটির পৃষ্টপোষক তারেক রহমানের সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. মো. খালেদউজ্জামান (মিজান), প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান, প্রফেসর ড. মো. আবদুস সোবাহান (হীরা), প্রফেসর ড. মো. গোলাম আরিফ, প্রফেসর মো. আলতাফ হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান, প্রফেসর ড. মো. আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ, প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান (লিটন), সাংগঠনিক সম্পাদক, প্রফেসর ড. মো. আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রফেসর ড. এএইচএম খুরশীদ আলম (রিপন), প্রচার সম্পাদক প্রফেসর ড. আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক, প্রফেসর ড. মো. নূরুজ্জামান হক।
এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন, প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, প্রফেসর ড. মো. গোলাম ছাদিক, প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর ড. মো. আব্দুল আলিম,
প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. মো. আমিনুল হক, প্রফেসর ড. ফারজানা আশরাফী নীলা, প্রফেসর ড. আওরঙ্গজীব আব্দুর রাহমান, প্রফেসর ড. মো. হাসনাত কবীর, প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, প্রফেসর মুহাম্মদ মশিহুর রহমান (দুলাল), প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন, প্রফেসর ড. আখতার বানু (আলপনা), প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ, প্রফেসর ড. মো. নুরুল আলম, প্রফেসর ড. মো. আনিছুর রহমান, প্রফেসর ড. মজিবর রহমান, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. মো. আসাদুল হক, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক জোয়াদ্দার, প্রফেসর ড. মোরশেদুল ইসলাম (পিটার), প্রফেসর ড. মোছা. মর্জিনা বেগম, প্রফেসর ড. এ. নাঈম ফারুকী (লুথার), প্রফেসর ড. সুমাইয়া আবেদীন ও স্বপ্নীল রহমান।

Side banner