Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ঝিকরগাছায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি  মার্চ ৫, ২০২৫, ০৮:৩৯ পিএম ঝিকরগাছায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়ন ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৫ মার্চ) সকালে ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা। 
প্রতিষ্ঠানের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মোঃ আজিজুল হক, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুমা মিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন মুকুল, প্রকৌশলী আব্দুর রব, প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক মোহাম্মদ আল- আমীন, মিলি রানী পান্ডে, অভিভাবক মোঃ হাবিবুর রহমান।
পরে ১৮জন ট্যানেলপুলে ও ১৯জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Side banner