Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ঈদের আনন্দে পথশিশুদের পাশে ইউনিস্যাব রাজশাহী


দৈনিক পরিবার | মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি মার্চ ৩, ২০২৫, ১০:৪৭ পিএম ঈদের আনন্দে পথশিশুদের পাশে ইউনিস্যাব রাজশাহী

ঈদ একটি আনন্দের, ভালবাসার এবং মিলনের দিন। কিন্তু রাজশাহীর কিছু পথশিশুদের জন্য ঈদ শুধুমাত্র আরেকটি সাধারণ দিন হতে পারে। তাদের জীবনে ঈদের খুশি প্রবাহিত হোক, সেই লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন নিয়ে আসছে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৫’।
এ উদ্যোগের মাধ্যমে ০ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। যাতে তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে। ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে শিশুদের তালিকা প্রস্তুত করেছেন, যাতে প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় উপহার পৌঁছানো নিশ্চিত হয়।
এই মহতী উদ্যোগ সফল করতে ফান্ডিং, ক্রাউড ফান্ডিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ইউনিস্যাবের নিবন্ধিত সদস্য, অ্যালামনাই ও শুভাকাঙ্খিদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ফান্ড সংগ্রহ চলবে ১ মার্চ থেকে ১০ মার্চ ২০২৫ পর্যন্ত।
ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি মো. শিহাব মিয়া বলেন, ২০১৪ সাল থেকে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন শুধুমাত্র শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নয় বরং দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্যও কাজ করে আসছে। প্রতি বছর আমরা ‘উইক ফর হিউম্যানিটি’, ‘উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন’, ‘ক্লিন ইউর সারাউন্ডিং’-এর মতো মানবিক কার্যক্রম পরিচালনা করি। আমাদের স্বেচ্ছাসেবীরা নিজেদের মানবতার সেবায় উৎসর্গ করে প্রতিটি উদ্যোগকে সফল করে তুলেছে। এবারের ঈদে আমরা চাই, রাস্তার এই শিশুরাও যেন তাদের ঈদ আনন্দ পায়, যেন তারা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করে।

Side banner