Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

টেকসই জনশক্তি গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: বোর্ড চেয়ারম্যান


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:০৮ পিএম টেকসই জনশক্তি গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: বোর্ড চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে "বাংলাদেশে কারিগরি শিক্ষার হালচিত্র" শীর্ষক এক বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ বলেছেন, টেকসই জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দেশগুলো উন্নতির শিখরে পৌঁছেছে। আমাদের বিশাল যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে বাংলাদেশও দ্রুত অগ্রসর হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর মো. আমান উল্লাহ। তিনি বলেন, এই প্রোগ্রাম আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে এবং কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, টেকসই অর্থনীতি গঠনে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও কারিগরি শিক্ষা বিস্তারে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে আরও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে কারিগরি শিক্ষার প্রসার ঘটবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

Side banner