যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্কুল ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝর্না খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইন্সট্রাক্টর মোসাঃ শিউলি খাতুন, তথ্যসেবা কর্মকর্তা রেকসোনা সুলতানা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন স্কুলের সকল শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ। এবছর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :