শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা এবং গবেষণায় প্রয়োজনীয় সার্বিক সহযোগীতা প্রদানের লক্ষ্যে অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু করলো অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এন্ড এক্সটি (এমবিএক্সটি)।
এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী সঞ্জয় কুমার মুখার্জিকে সভাপতি ও মো: রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট (সিসিডিসি) এর পরিচালক ড. মো: গোলবার হোসেন বলেন, "বর্তমানে শিক্ষার্থীদের গবেষণা প্রয়োজনীয় উৎস এবং শিক্ষার্থীদের গবেষণামূখী করবে এই ক্লাব।"
ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ড. মো: ফারুক হাসান জানান, "তরুণ এবং আগ্রহী গবেষকদের উৎসাহী করা। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি সহ অন্যান্য ক্ষেত্রে দেশ এবং বিদেশের গবেষকদের সহযোগে নতুন এক গবেষণার দ্বার উন্মুক্ত করা এবং তরুণদের গবেষণা সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহায়তা করাই এই ক্লাবের উদ্দেশ্য।"
তিনি আরো জানান, "এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান যার মূল লক্ষ্যই গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং রিসার্চ কন্সেপ্ট, রিসার্চ মেথডলজি, প্লেগারিজম চেকিং সহ আগ্রহীদের গবেষণা প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা।"
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. বিশ্বনাথ শিকদার এবং অমিত কুমার দত্ত।
উল্লেখ্য, এমবিএক্সটি ক্লাব শিক্ষার্থীদের জন্য গবেষণার সহায়ক এবং গবেষণায় তরুণদের আগ্রহী করে তুলবে এমন আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
আপনার মতামত লিখুন :