Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

লালপুরে কলসনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী 


দৈনিক পরিবার | ইব্রাহিম হোসেন ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:১৬ পিএম লালপুরে কলসনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী 

নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ্ সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহাবুব রহমান বিশ্বাস সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। 
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা বাল্যবিবাহ দিবেন না, আপনাদের যত কষ্টই হোক আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, দেখবেন সেই সন্তান একদিন আপনার একটি সম্পদে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, আপনার সন্তানকে মোবাইল ফোন কিনে দেবেন না। মোবাইল ফোন আপনার সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকর এতে লেখাপড়ার অনেক ক্ষতি হয়। সন্তানের প্রতি নজর রাখবেন সে যেন মোবাইলে আসক্ত না হয়ে পড়ে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, ৬নং দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, ডা: মজিবুল হক (সবুজ), বাংলাদেশবেলার সম্পাদক জামিরুল ইসলাম, কলসনগর কলেজের অধ্যক্ষ রাকিবুল ইসলাম, মহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান শিমুল, মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আজমল হোসেন সহ সাবেক সহকারী শিক্ষক আব্দুল আজিজ, ৬ নং দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোকসেদ আলী কবিরাজ প্রমুখ। 
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদাণ করা হয়।

Side banner