ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহের চূড়ান্তপর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত ইভেন্টটিতে দিনব্যাপী সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আগ্রহী তরুণ ও সক্রিয় শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
প্রাথমিক পর্যায়ে প্রায় ছয় শতাধিক প্রার্থী আবেদন করেন। বাছাই প্রক্রিয়ায় মেধা, দক্ষতা এবং আগ্রহের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়, যাতে তারা ভবিষ্যতে দেশের কল্যাণে নেতৃত্ব দিতে সক্ষম হন।
সদস্য সংগ্রহ প্রক্রিয়া ২৫ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। ৭ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। তিন ধাপের এই প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা, এরপর ফোকাস গ্রুপ ডিসকাশন এবং সর্বশেষ ভাইভার মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়। সারাদিনব্যাপী মোট ষোলটি স্লটে আবেদনকারী শিক্ষার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।
ইভেন্টে বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে ইউনিস্যাব রাজশাহী বিভাগের অ্যালামনাই সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ. এম. মোহাইমিনুর জোয়ারদার, অনিরুদ্ধ বিশ্বাস, আসিফ রহমান অপু, আক্তারুজ্জামান বাবু, ইয়াসিন আরাফাত, অনন্যা সাহা, রাসিবুল ইসলাম রোমান, মোহাম্মদ মাহফুজুর রহমান, শাহেদুজ্জামান সিফাত এবং মোহাম্মদ শাহিন।
ইউনিস্যাব রাজশাহী বিভাগের বর্তমান আঞ্চলিক সম্পাদক মো: শিহাব মিয়া এবং সহকারী আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ বাধন ও জারিন তাসনিম কেয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবক সংগ্রহের সামগ্রিক প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।
ইউনিস্যাবের আঞ্চলিক সম্পাদক মো: শিহাব মিয়া বলেন, "ইউনিস্যাব একটি চলমান সংগঠন। সংগঠনের কাজকে আরো বেগবান করতে নতুন স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয়তা অনুভব করে। তারই ধারাবাহিকতাই আগত স্বেচ্ছাসেবীদের জন্য রিক্রুটমেন্ট প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করতে পেরে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি"।
এছাড়া সহকারী আঞ্চলিক সম্পাদক জারিন তাসনিম কেয়া বলেন, "তরুণদের সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে ইউনিস্যাব সবসময় সচেষ্ট। নতুন সদস্যদের সৃজনশীল উদ্যোগ আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে"।
সহকারী আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ বাধন বলেন, "ইউনিস্যাব রাজশাহী বিভাগ প্রতিবছর নতুন সেচ্ছাসেবী সংগ্রহ করে যারা সামাজিক কল্যাণে কাজ করার মাধ্যমে নিজের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। নতুন স্বেচ্ছাসেবীরা সমাজসেবামূলক কার্যক্রম ও ঝউএং বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তাদের আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করছি"।
আগামীতে স্বেচ্ছাসেবীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য সংগঠনটি বিশেষ কৌশল হাতে নিবে বলেও জানান তারা।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইউনিস্যাব রাজশাহী বিভাগ, যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিবছর ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের পাশাপাশি, ব্যক্তিগত দক্ষতা উন্নয়নমূলক সেমিনার ও কর্মশালা আয়োজন করে থাকে। করোনা মহামারির সময়েও সংগঠনটি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ও বন্যাকবলিত মানুষের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেছে।
এছাড়াও, সংগঠনটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের জন্য ঈদ আয়োজন, প্রজেক্ট হ্যাপি বার্থডে, এবং সমাজ সংস্কারমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সম্প্রতি ইউনিস্যাব রাজশাহী বিভাগের উদ্যোগে দেশব্যাপী আলোচিত ইভেন্ট 'ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫' অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :