ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক সাফল্যের কারণে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নানা খেলাধুলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য এডভোকেট মীর হালিম, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব নিয়ে অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমাদ্দার বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা শিক্ষার্থীদের এই বিকাশে সবসময় উৎসাহিত করব।
অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :