Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক


দৈনিক পরিবার | রাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:৪১ পিএম রাবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএ শাখার এক নেতা।
রবিবার বিকেল পৌঁনে ৪টার দিকে আইবিএ চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
আটককৃত ওই ছাত্রলীগ নেতার নাম জিহান। তিনি রাবির আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং আইবিএ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
রাবি শাখা ছাত্রদল কর্মী শাহরুখ মাহমুদ জানান, কয়েক দিন আগে রাজশাহী মহানগরে ছাত্রলীগ নেতা রাশিক দত্তের নেতৃত্বে মিছিল করা হয়েছে। ওই মিছিলের ভিডিও তারা ফেসবুকেও পোস্ট করেছে। জিহান ওই মিছিলে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর  প্রেক্ষিতে জিহানকে ধরে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে রাবির একজন সহকারী প্রক্টর, শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শেখ নূর উদ্দিন, আবির হাসান হিমেল, কর্মী রাসেল বাদশা, শাহরুখ মাহমুদ ও মাইমুর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘একজন ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরাতন কোনো মামলায় তার নাম আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নাম থাকলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

Side banner