Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সম্মেলন


দৈনিক পরিবার | মো. আফফান হোসাইন আজমীর ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:১৬ পিএম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সম্মেলন

রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে "কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি ও গাঙচিল মিউজকের প্রতিষ্ঠাতা ও এক্সিস কোম্পানীর একজন অন্যতম সৃজনশীল উদোক্তা আসিফ ইকবাল, আরও উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান, রংপুর সরকারি কলেজ অধ্যক্ষ শামিমা আক্তার, বেগম রোকেয়া কলেজের আজহারুল ইসলাম দুলাল,গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ এর ম্যানেজিং ডিরেক্টর এম. হাসান রিপন, রয়্যালটি মেগা মলের ম্যানেজিং ডিরেক্টর তানবীর হোসাইন আশরাফী, রংপুর মডেল কলেজের মাহামুদুল হক শিমুল, আলফা একাডেমির সিইও গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, এক্সিলেন্স বাংলাদেশ প্রতিষ্ঠাতা বেনজির আবরার, এন.ইউ.এস.ডি.এফ বাংলাদেশ এর সভাপতি রিয়াজ হোসাইন সহ প্রমুখ। 
এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে ২০২০ সাল থেকে। এবার আয়োজিত হলো এই সংগঠনের ৮ম এবং রংপুর বিভাগের ২য় সম্মেলন- এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫। বাংলাদেশ প্রতি বছর শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, কেস স্টাডি কম্পিটিশন, টিম বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে, অফলাইন অনলাইন সেশন সহ আরও অনেক ফ্রী লার্নিং সেশন আয়োজন করে যাচ্ছে প্রতিনিয়ত।
রংপুরে আয়োজিত এই সামিটে ৩৫০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে একজন শিক্ষার্থীকে আলফা টেক এর পক্ষ হতে একটি ল্যাপটপ, আলফা একাডেমি হতে ৬ জন শিক্ষার্থীকে সম্পুর্ন বিনামূল্যে ৬টি আইটি কোর্স ও অংশগ্রহণকারী সকলকে ৭০% ছাড়ে আলফা একাডেমির সকল কোর্সে ভর্তির সুযোগ প্রদান করা হয়। অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থীকে পাতা প্রকাশ এর সৌজন্যে সনদ প্রদান করা হয়। এন.ইউ.এস.ডি.এফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা রিয়াজ হোসাইন সর্বদা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে চিন্তা করেন, তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে ও পর্যাপ্ত সুযোগ প্রদান করা হলে দেশে বেকারত্বের হার কমিয়ে আনা সম্ভব।

Side banner