Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জামালপুরে বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান


দৈনিক পরিবার | সালাউদ্দিন আহমেদ মিঠু ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:১১ পিএম জামালপুরে বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন। 
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিমুল আহসান নয়নের সঞ্চালনায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বীন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংক, জেলা শিক্ষা অফিস এ এস এম মোয়াজ্জেম হাসান, জেলা শিক্ষা অফিস (শেরপুর) মো. রেজুয়ান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্ব জিৎ কুমার সোম, সহকারী শিক্ষক সামছুল হক প্রমুখ। 
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Side banner