Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জাবিতে সেপ্টেক্সের সহযোগিতায় তিনদিনব্যাপী অ্যাডভেঞ্চার ফেস্ট


দৈনিক পরিবার | জাবি প্রতিনিধি  ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:০৫ পিএম জাবিতে সেপ্টেক্সের সহযোগিতায় তিনদিনব্যাপী অ্যাডভেঞ্চার ফেস্ট

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটি (জুআস) ও সেপ্টেক্সের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে অ্যাডভেঞ্চার ফেস্ট ২.০।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে এ আয়োজন শুরু হয়। উৎসব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জুয়াসের সহ-সভাপতি নিয়ামুল ইসলাম।
তিনি বলেন, উৎসবের উদ্বোধনী দিনে মশাল প্রজ্জ্বলন ও র‌্যালী, ট্রেজার হান্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দিনে থাকছে ম্যারাথন। এতে মোট ৫২৩ জন দৌড়বিদ অংশ নিবেন। প্রথম দফা হাফ ম্যারাথনে অংশ নেবেন ১৮৩ জন ও দ্বিতীয় দফা ১০ কিমি দৌড়ে ৩৪০ জন রানার অংশগ্রহণ করবে। এতে ইলেকট্রিক টাইমিং চিপ দিয়ে রানারদের গতিবিধি নির্ণয় করা হবে।
ম্যারাথন মুরাদ চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারের নতুন কলার সামনে এসে শেষ হবে।
নিয়ামুল আরও জানান, দ্বিতীয় দিন অ্যাডভেঞ্চার ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এতে বক্তা হিসেবে থাকছে এভারেস্ট এবং লোখসে পর্বত বিজয়ী বাবর আলী, পর্বতারোহী এবং আয়রনম্যান ৭০.৩ ফিনিশার হোমায়েদ ইশাক। এছাড়া তৃতীয় দিনে থাকছে ট্রেজার রানের দ্বিতীয় পর্ব গোলকধাধার দৌড় (মেইজ রান)।
উৎসবে টাইটেল স্পন্সর হিসেবে আছে সেপ্টেক্স এন্টিসেপ্টিক বার, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে এভারেস্ট ফার্মাসিউটিকালস। এছাড়াও অ্যাকটিভ, বোম্বে সুইটস, ক্লেমন, বুকড ফর ইউ এবং আউটডোর্স বিডি এই ফেস্টিভালের স্পন্সর হিসেবে রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-আযোজক মোঃ রাসেল মাহমুদ, সাদাত কাভি ও মোঃ আরমান চৌধুরী।

Side banner