“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলে উদ্যোগে ৩দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ও মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।
ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ ডালিম হোসেন, উপ-কলেজ পরিদর্শক মোঃ রকিবুল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ও যশোর জেলা শিক্ষা াফিসার মোঃ মাহফুজুল হোসেন উপস্থিত থাকবেন।
আপনার মতামত লিখুন :