প্রথমবারের মতো শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যাচের শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শ্রেণীপ্রতিনিধিরা শ্রেণী কার্যক্রম, একাডেমিক বিষয়, ল্যাব ক্লাসের সমস্যা সহ নানা বিষয় উপস্থাপন করে উপাচার্যের সহযোগী কামনা করেন।
বিপরীতে নবাগত উপাচার্য বিভিন্ন ব্যাচে প্রতিনিধিদের সকল সমস্যার সমাধানে আশ্বাস প্রদান করেন।
এদিকে উপাচার্যের সাথে শ্রেণী প্রতিনিধিদের মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সিএসই বিভাগের রাহুল বিশ্বাস (৭ম ব্যাচ) বলেন, উপাচার্য স্যারের সাথে মতবিনিময় করে আমার খুবই ভালো লেগেছে। এভাবে শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য এই আয়োজন অন্যরকম এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিকে প্রথম বারের মতো শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাকে ইতিবাচক ভাবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তারা মনে করেন যাবতীয় বিভাগীয় সমস্যা সমাধানের এটাই উত্তম পন্থা।
আপনার মতামত লিখুন :