রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবাগত উপাচার্য ড. মো. আতিয়ার রহমানের সাথে স্থানীয় সাংবাদিক ও রাবিপ্রবি সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপাচার্যের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরি, রাবিপ্রবিসাসের সঞ্চিতা চক্রবর্তী (দপ্তর ও প্রচার সম্পাদক), আদিত্য চৌধুরি (অর্থ সম্পাদক) ও ফাইরুজ মেহেদী (সদস্য) প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য রাবিপ্রবি’র সাথে সাংবাদিকদের সম্পৃক্ত করতে এবং রাবিপ্রবি’র প্রশাসনিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জানাতে সকলকে রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং ভবিষ্যতে একসাথে রাবিপ্রবি’র কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত উপাচার্য ড. মো. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রায় ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
আপনার মতামত লিখুন :