ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর বাজারে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়। আবুল কাশেম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান হারুন। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রিজিওনের টিম লিডার আকরাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিলেশনশীপ কর্মকতা মো. হাবিবুর রহমান, আখাউড়া ও কসবা লিলেশনশীপ কর্মকতা জুয়েল আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, আইয়ুব খান, দেলোয়ার হোসেন বেপারি, মমিনুল হক, শরিফ আলী মেম্বার, এজেন্ট ব্যাংক এর পরিচালক জসীমউদ্দীন।
এ সময় অতিথিরা বলেন, আমাদের এলাকায় ব্র্যাক ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল প্রবাসীরা এ ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাতে পারবে এবং উত্তোলন করতে পারবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য সব সময় এই ব্র্যাক ব্যাংক খোলা। ঋণসহ বিভিন্ন বিষয়ে সকল ধরনের সুবিধা দিয়ে থাকবে এই ব্যাংক। এ ব্যাংক হলো সাধারণ মানুষের জনগণের ব্যাংক। এই ব্যাংকের পাশে সবাই থাকা অঙ্গীকার করেন।
আপনার মতামত লিখুন :