ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বটতলী বাজারে বুধবার (২৫ ডিসেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি বাঞ্ছারামপুর শাখা এভিপি মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা আবুল মনসুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আবদূর রহিম, উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান হেকিমী, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট শাখা স্বত্বাধিকারী মো. স্বপন মিয়া, শাখা ইনচার্জ আখি আক্তার প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সমাজসেবক মো. ইমরান হোসেন।
আপনার মতামত লিখুন :