কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ী বাজারে উদ্বোধন করা হলো সোনালী ব্যাংকের উপ শাখা। প্রত্যন্ত এলাকায় সোনালী ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কুড়িগ্রাম সোনালী ব্যাংক নিয়ন্ত্রণাধীন কুড়িগ্রাম লালমনিহাট জোনের দ্বিতীয় উপ শাখা এটি। সোনালী ব্যাংকের সেবা কে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার এক ঐকান্তিক প্রচেষ্টা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় ফিতা কেটে উপ শাখার উদ্বোধন করেন মো. আমিনুল ইসলাম জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার'স অফিস,রংপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রামের সম্মানিত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল বারেক চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. শাহীন আখতার ভূঁইয়া, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, কুড়িগ্রাম শাখা, কুড়িগ্রাম উপ শাখা ইনচার্জ মো. শাহিন আহমেদ, সিনিয়র অফিসার।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ব্যবসায়ী, সুধীবৃন্দ, সম্মানিত গ্রাহকগণ, সোনালী ব্যাংক পিএলসি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, সোনালী ব্যাংকের সেবা নেওয়ার জন্য শহরে যেতে হতো, এখন আমরা এলাকায় থেকে সেবা গ্রহণ করতে পাবো তাই আমরা অনেক খুশি। কাঁঠালবাড়ি বাজারে সোনালী ব্যাংকের উপ শাখা স্থাপন করায় সোনালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক সেবা দেওয়ার জন্য এই শাখার উদ্বোধন করা হলো। আপনারা নিজ এলাকায় আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে লেনদেন করবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।
আপনার মতামত লিখুন :