Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ধামরাইয়ে আইএফআইসি ব্যাংকের অনুষ্ঠান


দৈনিক পরিবার | ধামরাই (ঢাকা) প্রতিনিধি ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৩১ পিএম ধামরাইয়ে আইএফআইসি ব্যাংকের অনুষ্ঠান

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আমাতননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের কালামপুর উপশাখার আয়োজনে “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানের আয়োজক কালামপুর উপশাখার অফিসার ইনচার্জ জায়েদ বিন আক্কাস বলেন, আমরা মাসে যে টাকা আয় করি সেখান থেকে আমাদের সংসার বা অন্যান্য খরচ বাদে যে টাকা অবশিষ্ট থাকে সেই টাকাটা অবশ্যই আমাদের সঞ্চয় করে নিরাপদ জায়গায় রাখা প্রয়োজন। তাহলে সেই টাকা কোথায় রাখবেন আপনার সাথে, ঘরে নাকি ব্যাংকে? অবশ্যই আপনি টাকার নিরাপত্তার জন্য ব্যাংকে রাখবেন এবং যখন আপনার দরকার হবে নিরাপদে টাকা তুলে নিতে পারবেন। আইএফআইসি ব্যাংক আপনার আমার হাতের কাছেই রয়েছে, আমাদের সারাদেশে প্রায় চৌদ্দশ এর উপরে শাখা উপশাখা রয়েছে। আপনি চাইলে আইএফআইসি ব্যাংকে আপনার টাকা নিরাপদে রাখতে পারেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আই এফ আইসি ব্যাংকের মার্কেটিং এন্ড সেলস অফিসার নাঈম খান। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর আমাতননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইয়াসীন ও সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের ধামরাই শাখার ব্রাঞ্চ ম্যানেজার আনিসুর রহমান খান সহ উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংকের অনন্য কর্মকর্তা।

Side banner