বগুড়ার সোনাতলায় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) সোনাতলা শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ-২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এ সমাবেশে সবাইকে সাদর সম্ভাষণ জানান ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রব। এতে যোগ দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যাংকার, গণমাধ্যম কর্মী সহ ব্যাংক গ্রাহক সব মিলিয়ে প্রায় দু'আড়াই শতাধিক সোনাতলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ গ্রাহক সমাবেশ যেন মিলন মেলায় রূপ নেয়। ধীরে ধীরে আসতে শুরু করে ওয়ান টাইম প্লেটে সাজানো নানা রকমের পিঠা। এতে করে এ অনুষ্ঠানটি পিঠা উৎসবে রূপ নেয়।
উল্লেখযোগ্য পিঠা ছিলো চিতই, ভাপা, ঝালপুলি, মিঠাপুলি, সাজপিঠা, ঝালমিষ্টি পিঠা, গড়গড়ি, ফুলতারা পিঠা, লাভপিঠা, তেলপিঠা, পাটিসাপটা ইত্যাদি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমজাদ হোসেন, এজিএম অর্থ মোঃ রফিকুল ইসলাম, সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তম কুমার সাহা, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুর রউফ (হিরু), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিপিকা রানী বাসুনীয়া, মৎস সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি, সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন, জালাল উদ্দিন ম্যমোরিয়াল এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ একেএম আহসানুল মোমেনীন সোহেল, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আজাদুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাগর দেবনাথ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর ছাত্রদল নেতা বকুল, এক্সিম ব্যাংক গ্রাহক শ্রী গিরিধারী সাহা, সুকুমার সুত্রধর, মো. আইদুল ইসলাম, রুজিনা বেগম সহ ব্যাংকের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :