পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে লক্ষ্মীপুরে দু’টি শিক্ষা-প্রতিষ্ঠানের আঙ্গিনায় দুই শতাধিক নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ ও ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের চতুর্দিকে এ নারিকেল গাছগুলো রোপণের কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী কর্মকর্তা অভি দাস।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চলের উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মাঈনুল ইসলাম, লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক আকবর হোসেন, দালাল বাজার উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাকসুদের রহমান ও দালাল বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।
পরে ফিতা কেটে পূবালী ব্যাংকের দালাল বাজার শাখায় 'ইসলামিক ব্যাংকিং' কর্নারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :