Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
পঞ্চগড়ের বোদায়

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৬তম শাখার উদ্বোধন


দৈনিক পরিবার | পঞ্চগড় প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২২, ০২:২৯ পিএম সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৬তম শাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ২৩ অক্টোবর পঞ্চগড়ের বোদায় ব্যাংকের ১৭৬তম শাখার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম টবি এবং বোদা পৌরসভার মেয়র এ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোদা শাখার ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।

Side banner