Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

আরও ২১ পণ্য জিআই স্বীকৃতি পাচ্ছে


দৈনিক পরিবার | অর্থনৈতিক ডেস্ক আগস্ট ১৬, ২০২৪, ০২:৩৭ পিএম আরও ২১ পণ্য জিআই স্বীকৃতি পাচ্ছে

ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে দেশে আরও ২১টি পণ্য সনদ পাচ্ছে। আর এখন পর্যন্ত মোট আবেদন জমা হয়েছে ৯৭টি পণ্যের। যার মধ্যে ৩২টি পণ্য এরই মধ্যে জিআই সনদ দেওয়া হয়েছে।
জিআই সনদ দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), যা জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডাব্লিউআইপিও) নিয়ম মেনে সনদ দেয়।
ডিপিডিটির সূত্রে জানা গেছে, গত রোববার পর্যন্ত মোট আবেদন পড়েছে ৯৭টি পণ্যের। এর মধ্যে ৩২টি পণ্য জিআই সনদ পেয়েছে। আরর ৩২টি পণ্যের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজি প্রেসে ১১টি পণ্যের জিআই জার্নাল প্রকাশের জন্য রয়েছে। ১০টি পণ্যের জার্নাল অনুমতি দিয়েছে ডিপিডিটি, যেগুলো বিজি প্রেসে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। এই ২১টি পণ্যের বিরুদ্ধে যে কেউ অভিযোগ দিতে পারবে। তখন আবার আবেদনকারী এবং অভিযোগকারীর তথ্য-প্রমাণ যাচাই করা হয়।
এগুলোর সনদ দেওয়া বাতিলও হয়ে যেতে পারে। এ জন্য অপেক্ষা করতে হবে জার্নাল প্রকাশের আগ পর্যন্ত। জার্নাল প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা জমা দেওয়া যাবে। অন্যদিকে ৩২টি পণ্যের জিআই আবেদনের পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাই করা হচ্ছে। আর এখন পর্যন্ত ১২টি পণ্যের আবেদন বাতিল করা হয়েছে।
ডিপিডিটির একজন কর্মকর্তা বলেন, জিআই সনদের জন্য যে কেউ আবেদন করতে পারেন। এমনকি তথ্য দিয়েও সহায়তা করতে পারেন। যত পণ্য জিআই সনদ পাবে ততই দেশের ব্যবসায়ীরা উপকার পাবেন। বিদেশে জিআই পণ্যের বাড়তি মর্যাদা ও বেশি দাম পাওয়া যায়। এতে ডলার উপার্জনের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। যে কেউ জিআই সনদের জন্য তথ্য দিতে পারে। শুধু আমাদের মতো করে ফাইলের তথ্য সাজাতে হবে। যেসব আবেদন বাতিল হয়ে গেছে, সেগুলোর মধ্যে কিছু আবেদনে পরিপূর্ণ তথ্য ছিল না। অনেকবার তাদের চিঠি দিয়ে অনুরোধ করা হলেও আবেদন করার পর সাড়া দেননি। আবার কিছু আবেদনের কোনো ভিত্তিই ছিল না। ফলে আন্তর্জাতিক নিয়ম ও দেশের আইন অনুযায়ী সেগুলোর আবেদন বাতিল করা হয়েছে।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন করে ২০১৩ সালে। এর দুই বছর পর ২০১৫ সালে বিধিমালা প্রকাশ করা হয়। ওই বছর সর্বপ্রথম জামদানি শাড়ির জিআই আবেদন করা হয়। যার সনদ দেওয়া হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালে দ্বিতীয় পণ্য হিসেবে জিআই সনদ দেওয়া হয় ইলিশ মাছকে। এখন গত ৯ বছরে সনদ দেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩২টিতে।
পণ্যে জিআই সনদ খুবই গুরুত্বপূর্ণ। এই সনদ পেলে ওই পণ্য ক্রেতারা খাঁটি বা আসল পণ্য মনে করেন। এতে দেশ ও দেশের বাইরে পণ্যটি বিক্রি ও রপ্তানিতে বেশি দাম পাওয়া যায়।

Side banner