Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ভিয়েতনাম থেকে এলো আরও ২০ হাজার টন চাল


দৈনিক পরিবার | অর্থনৈতিক ডেস্ক এপ্রিল ২৮, ২০২৫, ০২:৪২ পিএম ভিয়েতনাম থেকে এলো আরও ২০ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর। আমদানি করা আরো ২০ হাজার মেট্রিক টন চাল দেশে এসেছে। সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন-০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।

Side banner