ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) ও দ্য ডেইলি স্টার। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গতকাল ২৪তম বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২ হাজার ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পরিবেশ, বন, জলবায়ু ও পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং এইচএসবিসি বাংলাদেশের মার্কেটস অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস প্রধান বাশার এম তারেক ও ইন্টারন্যাশনাল ওয়েলথ অ্যান্ড প্রিমিয়ার ব্যাংকিং প্রধান তানমি হক। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :