Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
সপ্তাহে ৫ দিন রিয়াদে যাবে ইউএস-বাংলার

ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালু ইউএস বাংলার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৪০ পিএম ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালু ইউএস বাংলার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করল বাংলাদেশের উড়োজাহাজ সেবা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩ জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে যাত্রা করে প্রথম ফ্লাইটটি।
বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বলছে, সপ্তাহে ৫ দিন ঢাকা থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। ৪৩৬ আসনের এয়ারবাস ‘এ ৩৩০-৩০০’ উড়োজাহাজ দিয়ে এই রুটে সেবা দেবে এ কোম্পানি। ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে। আর রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে পরদিন ভোর ৪টায়।
ইউএস-বাংলা বলছে, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দার পর তারা সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে।
এছাড়া ‘রেমিট্যান্স যোদ্ধারা’ যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে চলাচল করতে পারে সে ব্যাপারেও এয়ারলাইন্সটি যত্নশীল থাকবে বলে জানিয়েছে।
বর্তমানে ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।
অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

Side banner