যশোরে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, ২০টি শাখার ব্যবস্থাপক এবং ৮টি উপশাখার ব্যবস্থাপক ও অপারেশন্স ম্যানেজার।
এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গার্মেন্টস, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংকটি ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি খেলাপি ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার ক্ষেত্রেও উদ্যম দেখানোর ওপর জোর দেন। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :