Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রূপালী ব্যাংক পিএলসি শ্যামলী শাখায় যোগদান করলেন জিয়াউর রহমান


দৈনিক পরিবার | অর্থনৈতিক প্রতিবেদক মার্চ ২৪, ২০২৫, ১২:০৭ এএম রূপালী ব্যাংক পিএলসি শ্যামলী শাখায় যোগদান করলেন জিয়াউর রহমান

রূপালী ব্যাংক পিএলসি শ্যামলী শাখায় ম্যানেজার হিসেবে যোগদান করলেন জিয়াউর রহমান। রবিবার (২৩ মার্চ) তিনি এ শাখায় যোগদান করেন।
মো. জিয়াউর রহমান গত ৬ মার্চ হবিগঞ্জের মাধবপুর শাখা হতে বিদায় নেন। তিনি মাধবপুর শাখা ও শাহজিবাজার উপশাখার সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিকট কৃতজ্ঞা জ্ঞাপন করেন। সেখানে শাখা পরিচালনায় সহযোগিতা, পরামর্শ ও নির্দেশনার জন্য রূপালী ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান। রাজধানী ঢাকায় যোগদানের পর শ্যামলী শাখার সকল কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতা কামনা করেন। 

Side banner