ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। মাত্র ১১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে তিনি ‘মিলিয়নিয়ার’ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
রাসেল ফকির ফরিদপুরের উত্তর আলমনগর এলাকার দিনমজুর রজ্জব ফকিরের ছেলে। রাজেন্দ্রপুর সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাসেলের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান।
টাকা পেয়ে রাসেল ফকির বলেন, একটি ফ্রিজে আমার ভাগ্য খুলবে তা বিশ্বাস করতে পারছিলাম না। ওয়ালটনের কল্যাণে এখন আমার অনেক স্বপ্ন পূরণ হবে। ওয়ালটন থেকে পাওয়া টাকায় ব্যবসা করে সংসারের চাকা সচল রাখতে সক্ষম হব।
চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন শুধু ব্যবসা করে না। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে। সবার উচিৎ ওয়ালটনের মতো ব্র্যান্ডের পণ্য কেনা। কষ্টে উপার্জিত টাকা যেন নন-ব্র্যান্ডেড পণ্য কেনার পেছনে ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।
এসময় ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ্ খান, গাজীরটেক ইউনিয়ন চেয়ারম্যান এয়াকুব আলী, স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কালাম, চরভদ্রাসন বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্লা, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভির, চিফ ডিভিশনাল অফিসার আল মাহফুজ খান, চরভদ্রাসন ওয়ালটন প্লাজার ম্যানেজার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
রোজার ঈদকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি থেকে স্লোগানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করে ওয়ালটন, যা চলবে ঈদুল আজহা পর্যন্ত।
সিজন-২২ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।
আপনার মতামত লিখুন :