সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘লোন ডকুমেন্টেশন অ্যান্ড ব্রাঞ্চ বাজেট প্রিপারেশন’ শীর্ষক দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের কর্মকর্তাদের ঋণ সংক্রান্ত নথিপত্র প্রস্তুতকরণ ও বাজেট পরিকল্পনার বিষয়ে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ সেশনে ব্যাংকের অভিজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তারা প্রশিক্ষণ দেন। এতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৬২ জন কর্মকর্তা অংশ নেন।
আপনার মতামত লিখুন :