গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়ে এক্সিম ব্যাংক নিয়ে এসেছে ‘এক্সিম স্মার্ট রিসিট’ নামে নতুন সেবা পণ্য। বুধবার (৫ মার্চ) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ সেবা পণ্যের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম আখতার হোসেন বলেন, এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আমরা ‘এক্সিম স্মার্ট রিসিট’ নামে আধুনিক এ সেবা পণ্যটি চালু করেছি।
আপনার মতামত লিখুন :