Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বকশীগঞ্জে এনআরবিসি ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন


দৈনিক পরিবার | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:১৬ পিএম বকশীগঞ্জে এনআরবিসি ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংক পিএলসি উপশাখা উদ্বোধন হয়েছে।
পৌর শহরের মধ্য বাজার, পাটহাটি এলাকায় আয়ান প্লাজায় অবস্থিত এনআরবিসি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। 
ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান নাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, ব্যাংকের জামালপুর, শেরপুর, টাঙ্গাইল এরিয়ার ইনচার্জ মাহাদি হাসান, এনআরবিসি ব্যাংক পিএলসির বকশীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আয়াতে রাব্বী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হামিদ, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, নতুন এই ব্যাংকের সেবার মান ভাল হওয়ার পাশাপাশি ব্যবসা ও ব্যবসায়ী বান্ধব হতে হবে তাহলেই এই শাখার মাধ্যমে অত্র এলাকায় ব্যবসা বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

Side banner