দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এখন উত্তরের পর্যটন নগরী পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারে বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন সুপার মার্কেটে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের শুরু থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে সুপার ব্র্যান্ডিং শপ স্বপ্ন-তে। ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ মতো পণ্য নির্বাচন করে উদ্বোধনী বিভিন্ন ডিসকাউন্টে কিনতে দেখা যায় পণ্য।
ক্রেতারা বলছেন, অনলাইনের মাধ্যমে স্বপ্ন’র কথা জেনেছি। সেই ব্র্যান্ডিং সুপার এখন তেঁতুলিয়ায়। এখানে সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয়। প্রথম দিনেই পছন্দমতো জিনিস পাচ্ছি। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আলেম মাওলানা আব্দুল হান্নান, স্বপ্ন’র আউটলেটের রংপুর বিভাগীয় ম্যানেজার শাহিনুর রহমান সুমন, ওসমান গনি শিশির, তোফায়েল আহম্মেদ, চৌরাস্তা জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান ও নারী উদ্যোক্তা তানজিলা আক্তার হ্যাপি, মুন্নি আক্তার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ক্রেতাবৃন্দ।
আপনার মতামত লিখুন :