Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ভূঞাপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


দৈনিক পরিবার | সাজেদুল ইসলাম জানুয়ারি ১৯, ২০২৫, ১০:০৭ পিএম ভূঞাপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ  ডাকাতি

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে নয়টার দিকে নিজ ঘরে খাবার খেতে বসেন ইউপি সদস্য দুলাল ও তার স্ত্রী। এমন সময় মুখ বাঁধা ১০/১২ জন ডাকাত তাদের উপর আক্রমণ করে। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে এবং হাতমুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা তিনটি কক্ষের আলমারি তালা ভেঙে নগদ এক লক্ষ টাকা সহ প্রায় তিন লক্ষ টাকায় স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলে।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Side banner