ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকী এলাকায় মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে পৌরসভার সমসেরাবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে জুয়েল হোসেন (৩১), চরমনসার আবদুল সহিদের ছেলে সুমন হোসেন(২৫) ও চরভূতা এলাকার জসিম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৭)। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়েল হোসেন, সুমন হোসেন ও রুবেল হোসেনসহ ৫জনের একদল ডাকাত মঙ্গলবার রাত তিনটার দিকে লক্ষীপুর-মুজচৌধুরীরহাট সড়কের তেরবেকী এলাকায় বাসে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুুতি নিচ্ছিল। এসময় স্থানীয়রা টের পেলে তাদের ঘেরাও করে তিনজনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃত তিনজনকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। পরে পুলিশ আশংকাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ডাকাতির প্রস্তুুতি কালে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের সোর্পদ করেছে স্থানীয়রা। পরে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা ও ডাকাতির সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ডাকাতির প্রস্তুতি মামলা করা হবে।
আপনার মতামত লিখুন :