Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

কলাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ


দৈনিক পরিবার | আবদুল্লাহ মানিক, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২৫, ০২:০৪ পিএম কলাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায়  ঘর থেকে তুলে নিয়ে ৫ বছরের শিশু অরিফা (৫) কে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ঘটনায় এখনো ধর্ষক  কাশেমক (৩৫) গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম মাছের গেরে শ্রমিকের কাজ করে। গতকাল ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শাহিনুর শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সে বিষয়টি বুঝতে পারেনি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী মাছের ঘেরে  নিয়ে ধর্ষণ করে। হঠাৎ ঘুম ভেঙ্গে মা সন্তানকে না দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে খোঁজাখুঁজি করে দেখে রাস্তার উপর দাঁড়িয়ে আছ। দিনভর ব্লাডিং এর কারণে সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত আটটার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ ঘটনাস্থানে গেলে ঘের মালিক মাহবুব গাজী ধর্ষক কাশেমকে নিয়ে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Side banner