ঢাকার ধামরাইয়ে পটকা ফুটানোকে কেন্দ্র করে রোয়াইল ইউনিয়নের রোয়াইল হাই স্কুলের সাবেক দপ্তরিকে অস্ত্র ঠেকিয়ে গুলি গুলি করার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ যুবক আকাশ সরকার (২২) গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়।
গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মোখলেছুর রহমান। ঘটনাটি ঘটেছে বুধবার (১ জানুয়ারী) দিনগত রাতে।
আহত আকাশ সরকার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামের প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে। অপরদিকে ঘটনাটি ঘটিয়েছেন একই এলাকার দুর্জন মিয়ার ছেলে রাব্বি (২০)।
জানা যায়, উপজেলার রোয়াইল হাইস্কুলে মাঠে রাত প্রায় ১২ টা ৫ মিনিটের দিকে থার্টিফাস্ট নাইট উৎযাপন উপলক্ষে পটকা ফুটানোকে কেন্দ্র করে আকাশ সরকার ও রাব্বির মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে রোয়াইল ইউনিয়নের রোয়াইল হাই স্কুল মাঠে রাব্বি একই গ্রামের আকাশ সরকারকে আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে একটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ আকাশ সরকার বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এ বিষয়ে আকাশ সরকারের বাবা প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, রাতে কিশোররা স্কুল মাঠে পটকা ফুটিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাব্বি ও আকাশের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে রাব্বি আকাশকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে রাব্বি কোথায় থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায় নি।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মো: মোখলেছুর রহমান বলেন, রাতে পটকা ফুটানোকে কেন্দ্র করে আকাশ সরকারকে গুলি করা হয়েছে। সেই এখন সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি রয়েছে। কোন কথা বলতে পারছে না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে ভুক্তভোগীর পরিবারের কেউ কোন অভিযোগ করেন নি। তারপরও আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :