Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা 


দৈনিক পরিবার | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০২৪, ০৪:৩১ পিএম ফুলবাড়ীতে নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করার সময় নারীর হাতে থাকা হাসুয়া (বেকি) এর আঘাতে আহত হয়েছে লুৎফর রহমান (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। পরে ওই নারীর চিৎকারে তার ছেলে ও ছেলের বউসহ স্থানীয় লোকজন মাছ ব্যবসায়ীকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধর্ষণের চেষ্টায় আহত মাছ ব্যবসায়ী লুৎফর রহমানকে উদ্ধার করে হাসপাতালের চিকিৎসার জন্য পরামর্শ দেন। পরে স্থানীয় আদম আলী অটোরিকশা যোগাযোগ ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় এ ঘটনা ঘটে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, কিশামত শিমুলবাড়ী এলাকার মৃত ছফর আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০) শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীর স্বামী বাড়ীতে না থাকায় তাকে জোর পূর্বক ধর্ষণ করার জন্য শয়ন ঘরে প্রবেশ করে পিছন দিক থেকে তাকে ঝাপটিয়ে ধরে স্পর্শ কাতর অঙ্গে হাত দেয়। 
এ সময় ওই নারী চিৎকার করার চেষ্টা করলে লুৎফর রহমান মুখ শক্ত করে চেপে ধরে ঘরের মেঝেতে জোর পূর্বক শোয়ায়। এক পর্যায়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার জন্য পড়নের কাপড় খুলতে থাকে এবং নারী তার ইজ্জত রক্ষার মাছ ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঘরের বেড়াতে থাকা হাসুয়া (বেকি) হাতে নিলেও ওই মাছ ব্যবসায়ী আবারও জোর পূর্বক ধর্ষণের জন্য আসলে নারীর হাতে থাকা হাসুয়া (বেকি)র আঘাতে লুৎফর রহমানের ডান ও বাম পায়ের হাঁটুর নিচে লেগে জখম হয়। 
পরে তার আত্মচিৎকারে ছেলের বউ, প্রতিবেশী কাদের আলী ও জাহাঙ্গীর আলম গিয়ে আহত লুৎফর রহমানকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মাছ ব্যবসায়ীকে ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী নারী ও তার পরিবার মাছ ব্যবসায়ীর লুৎফর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Side banner