Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২৫, ২০২৪, ০৬:৫৭ পিএম রাজবাড়ীতে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে নবম শ্রেণির এক ছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার (২৫ ডিসেম্বর) রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হওয়া এক কিশোরের ডাকে সাড়া দিয়ে ১৮ ডিসেম্বর সদর উপজেলার ভবদিয়া পার্কে যায় ওই ছাত্রী। সেখানে ওই কিশোরসহ তার তিন বন্ধু মিলে তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ১৬ বছরের এক কিশোর, দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ১৬ বছরের আরও একজন কিশোর এবং একই ইউনিয়নের কামলাদিয়াকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সজিব অমিত (১৯)। তবে বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলেকের ছেলে রাশেদ (২০) এখনও পলাতক।
ভুক্তভোগীর পরিবার জানায়, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ধর্ষণের পর তারা মেয়েটিকে জেলা শহরের বড়পুল এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়। এরপর বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় মেয়েটি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগীর জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Side banner