Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবা ও নগদ অর্থসহ আটক ১


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৩৫ পিএম পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবা ও নগদ অর্থসহ আটক ১

বরগুনার পাথরঘাটা পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকা থেকে ২২৯ পিস ইয়াবা সহ শিপন দাস (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। 
শুক্রবার কোস্টগার্ড প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ২০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ড পাথরঘাটা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিপন দাস পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত স্বপন দাসের ছেলে। 
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন। এমন সংবাদের সূত্র ধরে পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিপন দাসকে সন্দেহ জনক মনে করে তল্লাশি চালালে তার কাছে থাকা ব্যাগ থেকে ২২৯ পিস ইয়াবা, নগদ ১৪৪০ টাকাও ২ টি মোবাইল ফোন সহ তাকে আটক করা হয়।

Side banner